ডিপস্টেট
খুব সম্ভবত ডিপস্টেট এর বাংলা করা অসম্ভব। অন্তত আমি বহু ভেবেও পারি নাই। ছায়ারাষ্ট্র্য, সমান্তরাল রাষ্ট্র্য এ যাবতীয় কোন কিছুই ডিপস্টেট এর মর্মার্থকে ধারণ করতে পারে না। সুতরাং ডিপস্টেট-ই সই। কথা হলো ডিপস্টেট কোন সুনির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী নয়। বরং এটি একটি মানস। কিছু ধ্যান-ধারণা বা বিশ্বাসের সমষ্টি। এবং তার থেকে উদ্ভুত একটি চিন্তা কাঠামো। তবে শুধু চিন্তা কাঠামোর উপস্থিতি ডিপস্টেট তৈরী করে না। বরং শাসন ক্ষমতায় তার সক্রিয় চর্চা-ই ডিপস্টেট এর উপস্থিতি জানান দেয়। বাংলাদেশে ডিপস্টেট বলতে বোঝায় সেই মানস যা উপনিবেশবাদী শোষণ ব্যবস্থাকে জারী রাখতে চায়। যা বাংলাদেশে ভারতীয় স্বার্থ রক্ষায় তৎপর। যা ইসলামকে শুধুমাত্র ব্যক্তিজীবনে সীমাবদ্ধ করে রাখার পক্ষপাতি। এসব প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন উভয় ভাবেই ঘটে থাকে। প্রত্যক্ষ ভাবে ঘটার অনুঘটকেরা ভারতের বিশেষ এজেন্ট হলেও, এটা দেশীয় লোকদের মধ্যে যারা পুরোপুরি এই মানসকে আতস্থ করেছে তাদের দ্বারাও ঘটে। তবে এর চাইতে বিপদজনক হলো এর প্রচ্ছন্ন ভাবে ঘটার বিষয়টা। কারন যাদের মাধ্যমে এটা প্রচ্ছন্ন ভাবে ঘটে তারা এই মানসে বিশ্বাসী না হলেও এর নিকট পরাধীন। এই পরাধীনতা অনেক সম...