মুরসি বনাম এরদোগান
বর্তমানে ইসলামপন্থীদের মাঝে "এরদোগানীয়" রাজনীতির একটা প্রবল গ্রহণযোগ্যতা আছে। যদিও "এরদোগানীয়" রাজনীতি বলতে একেকজন একেক জিনিস বোঝেন। আমার কাছে মনে হয়েছে যে শুধু বাংলাদেশে নয় বরং মোটাদাগে উম্মতে মোহাম্মদীর মধ্যে "এরদোগানীয়" রাজনীতির স্পষ্ট কোন ধারণা বিদ্যমান নেই। তবে যে বিষয়ে ঐক্যমত্য আছে তাহলো আধুনিক তুরস্কের রুপায়নে এরদোগানের সফলতা। ধরে নেয়া যায় যে, "এরদোগানীয়" রাজনীতি বলতে অধিকাংশ লোকই সফল হবার রাজনীতি বোঝেন। আবার অনেকের মধ্যে এই বিষয়ে বিপদজনক বিভ্রান্তি-ও বিদ্যমান। তাদের দৃষ্টিতে "এরদোগানীয়" রাজনীতির অর্থ হলো পল্টিবাজির রাজনীতি। কিংবা ধর্ম তোষণের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতি। অথচ একটু খোঁজ খবর করলেই এ জাতীয় রাজনীতির অসারতা ও অক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। খোদ বাংলাদেশে-ই স্বৈরাচার লুইচ্চা সেনাপ্রধানেরা পল্টিবাজির রাজনীতি করে ধিকৃত হয়েছেন। অনেকে নির্বাচনী মৌসুমে তসবীহ জপে, মাথায় পট্টি বেঁধে জনগণ-কে ধোঁকা দিতে সক্ষম হলেও পরবর্তীতে জনরোষের ভয়েই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এরদোগানের সফলতার বিপরীতে উম্মতে মোহাম্মদীর মানসে আরেকটি গৎবাঁধা...