মধ্যমপন্থা সমাচার
বাংলাদেশে ইসলামপন্থাকে ডানপন্থা হিসেবে বিবেচনা করা হয়। এ বিষয়টি আমাদের চিন্তাজগতকে এতোটাই গ্রাস করেছে যে ইসলামপন্থীরাও নিজেদের ডানপন্থী ভাবেন। আমরাও লেখার সময় অবচেতন ভাবে ইসলামপন্থীদের ডানপন্থী ধরে নিয়েই বাতচিত করি। অথচ ইসলামপন্থীদের ডানপন্থী ধরে নিলে এটাও স্বীকার করে নিতে হয় যে ইসলাম বা ইসলামপন্থীরা কোন একটা কিছুর ডানে অবস্থিত। যেটা ইসলামী বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। কেননা ইসলামতো ইসলামের জায়গায়ই আছে। এবং সেই জায়গায়-ই তার থাকা-কে আমরা মেনে নিয়েছি বলেই আমরা নিজেদের মুসলিম দাবী করি। কিন্তু যখন ইসলামপন্থীদের ডানপন্থী হিসেবে স্বীকার করে নেয়া হয় তখন পরোক্ষভাবে ইসলামকে গায়রে ইসলামের ভিত্তিতে বিচার করবার অবিচারটাও মেনে নেয়া হয়। কেননা তখন আমাদের মনোজগতে গায়রে ইসলাম হয়ে ওঠে মধ্যমণি। তার ভিত্তিতে কাউকে তার ডানে আবার কাউকে তার বামে বিবেচনা করা হয়। অথচ কথা ছিলো ইসলাম-ই হবে মুসলমানদের মনোজগতের মধ্যমণি। ইসলামের ভিত্তিতে গায়রে ইসলামের কাউকে ডানে কাউকে বামে বিবেচনা করা হবে। আর বিবেচনার মাপকাঠিতে ইসলাম-ই থাকবে একমাত্র পরিপূর্ণরুপে ভারসাম্যপূর্ণ অবস্থানে। দাঁড়িপাল্লার একবারে কেন্দ্রে। মধ্যমণি। আর শরীয়ত ...