Posts

Showing posts from June, 2025

মধ্যমপন্থা সমাচার

বাংলাদেশে ইসলামপন্থাকে ডানপন্থা হিসেবে বিবেচনা করা হয়। এ বিষয়টি আমাদের চিন্তাজগতকে এতোটাই গ্রাস করেছে যে ইসলামপন্থীরাও নিজেদের ডানপন্থী ভাবেন। আমরাও লেখার সময় অবচেতন ভাবে ইসলামপন্থীদের ডানপন্থী ধরে নিয়েই বাতচিত করি। অথচ ইসলামপন্থীদের ডানপন্থী ধরে নিলে এটাও স্বীকার করে নিতে হয় যে ইসলাম বা ইসলামপন্থীরা কোন একটা কিছুর ডানে অবস্থিত। যেটা ইসলামী বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। কেননা ইসলামতো ইসলামের জায়গায়ই আছে। এবং সেই জায়গায়-ই তার থাকা-কে আমরা মেনে নিয়েছি বলেই আমরা নিজেদের মুসলিম দাবী করি। কিন্তু যখন ইসলামপন্থীদের ডানপন্থী হিসেবে স্বীকার করে নেয়া হয় তখন পরোক্ষভাবে ইসলামকে গায়রে ইসলামের ভিত্তিতে বিচার করবার অবিচারটাও মেনে নেয়া হয়। কেননা তখন আমাদের মনোজগতে গায়রে ইসলাম হয়ে ওঠে মধ্যমণি। তার ভিত্তিতে কাউকে তার ডানে আবার কাউকে তার বামে বিবেচনা করা হয়। অথচ কথা ছিলো ইসলাম-ই হবে মুসলমানদের মনোজগতের মধ্যমণি। ইসলামের ভিত্তিতে গায়রে ইসলামের কাউকে ডানে কাউকে বামে বিবেচনা করা হবে। আর বিবেচনার মাপকাঠিতে ইসলাম-ই থাকবে একমাত্র পরিপূর্ণরুপে ভারসাম্যপূর্ণ অবস্থানে। দাঁড়িপাল্লার একবারে কেন্দ্রে। মধ্যমণি। আর শরীয়ত ...

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের বোঝাপড়ার সূত্রে কিছু বিভ্রান্তির অপনোদন

Image
একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকে উপলব্ধি করেন না তাহলো ইরান যদি কখনো ঈসরায়েলকে ধরাশয়ী করতে সক্ষম হয়ও তথাপি সিরিয়া ও গাজা যুদ্ধের নৈতিক দায়ভার সে এড়াতে পারবে না। আমি যতোটুকু জানতে পেরেছি সিরিয়ান বিদ্রোহীরা প্রায় তিন লক্ষাধিক নিহতের তালিকা তৈরীর পর নিহতের তালিকা হাল নাগাদ করা ছেড়ে দেয়। তবে নিহতের সংখ্যা "নূন্যতম" ছয় লক্ষ বলে ধারনা করা হয়। এই বিশাল হত্যাযজ্ঞের আগুনে ইরান ঘি ঢেলেছে। বরং যখন সে নিজে যুক্ত হয়েও বাশার সরকারকে টিকাতে পারছিলো না তখন সে রাশিয়ান কাফের দেশটিকেও এই হত্যাযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞে শামিল হতে উদ্বুদ্ধ করে। এর পক্ষে এতোকাল সে বলে এসেছিলো যে ওহাবী আল-কায়েদা, আইসিস সহ আন্তর্জাতিক "জিহাদী", "সন্ত্রাসী"-দের বিরুদ্ধেই তার এই যুদ্ধ। অর্থাৎ এই যে অগুণিত মানুষ নিহত হলেন, তার চাইতে কয়েকগুন সিরিয়ান দেশান্তরি হলেন তারা সবাই "সন্ত্রাসী" প্রভৃতি। ইরান বলেছিলো যে এই "সন্ত্রাসী"-রা সিরিয়ায় ক্ষমতার মসনদে বসলে সর্বপ্রথম ইরানে হামলা করবে। অর্থাৎ এদের উত্থান ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরুপ। আমার সুস্পষ্ট মনে আছে সিরিয়ায় অভিবাসনকৃত আমেরিক...

কি? হিংসে হয়?

২০১১-১২ সালের দিকে ফেসবুকে প্রায়শ একটা ডায়ালগ দেখতাম, 'কি? হিংসে হয়'? তখন ভেবেছিলাম এটা সোশাল মিডিয়ায় চাউর হওয়া একটা সাময়িক ডায়ালগ। কিন্তু এর মনস্তাত্তিক গভীরতা বুঝতে আমার পাক্কা পাঁচ থেকে সাত বছর লেগেছে। কারন বাংলাদের মতো এরকম জটিল ও কুটিল মনস্তত্তের অধিকারী আমি নই। যেদিন এই ডায়ালগের মর্মার্থ উপলব্ধি করলাম, আতঙ্কিত হলাম। একটা বাংলা ভালো আছে। সুখে আছে। কিন্তু সে জানে তার এই ভালো থাকা, সুখে থাকার কথা বাংলাস্থানের জংলীগুলো জানতে পারলে তাদের গাত্র দাহ হবে। হোগা জ্বলবে। তাকে খোঁটা দিবে। টিকা টিপ্পনী কাটবে। চোগলখুরী করে তার মনটা বিষিয়ে দিবে। এখন এটা উপলব্ধি করার পর একজন সাধারন মানুষ কি করবে? সে তার সুখের খবর, ভালো থাকার খরব চেপে যাবে। আড়াল করবে। উপরন্তু তার মতো অন্যেরাও যেনো ভালো থাকতে পারে, সুখী জীবন যাপন করতে পারে সে জন্য সচেষ্ট হবে। তাদের জন্য দোয়া করবে। নিজের সাধ্য অনুযায়ী তাদের উপকার করার চেষ্টা করবে। কিন্তু এরা তো জয় বাংলা! হাজার বছরের নিম্ন বর্ণের হিন্দু়। শূদ্রের পয়দা থেকে তারা এই সেদিন সুযোগ বুঝে ম্লেচ্ছো সেজেছে। ক্রিস্টোফার ল্যাশ এর ভাষায় "আপওয়ার্ড মোবিলিটি" আরকি...

গোয়েবলস সূত্রে

ইরানের এক্টিভিস্টদের কায়দা কানুন "দৈনিক ইনকিলাব" পত্রিকার মতো। অর্থাৎ এরা হলো ইসলামী গোয়েবলস। যদি কিছু ঘটে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অতিরঞ্জিত করে প্রচার করে। যদি কিছু না-ও ঘটে তাহলে পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী কল্পনার আশ্রয় নিয়ে নিজ থেকে বানিয়ে বানিয়ে খবর প্রচার করে "তৌহিদী জনতার" আবেগ কিংবা বেকুবিকে পুঁজি করে নিজেদের পত্রিকার কাটতি বাড়ানোর জন্য। এ কারনে এদের ঠিক কোন খবরটা সত্য, কোনটা অতিরঞ্জিত, কোনটা একেবারে বানোয়াট এটা বুঝতে বেশ বেগ পেতে হয়। বিশেষ করে যারা সাধারন পাঠক তাদের জন্য। কারন সব খবর যাচাই বাছাই করাতো তাদের পক্ষে সম্ভব নয়। তাদের সে সময়ও নেই, রিসোর্সও নেই। তাই একসময় দেখা যায় খবরের ব্যাপারে পাঠকের বিশ্বাস উঠে যায়। ঠিক এই বিষয় টা আমরা লক্ষ্য করেছি খোদ যুক্তরাষ্ট্র্যে। ট্রাম্পের যে উত্থান এটা যতোটা না তার প্রতি মানুষের আস্থা থেকে তার চাইতে বেশী ডিপ স্টেট এবং প্রচলিত মিডিয়াগুলোর ওপর অনাস্থা থেকে। ৭ অক্টোবরের পর ইরানের সব চাইতে বড়ো যে ক্ষতিটা হয়েছে তা হলো সে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিক কিংবা সমরতান্ত্রিক বাগাড়ম্বর ময়দানে লড়াইয়ের একটা মোক্ষম অস্ত্র। কিন্তু যু...