Twitter Status #1743709961442734127

এই তো সেদিন গেলে -
বুঝিনি দেখবো না আর।
জানলে দুচোখ ভরে
দেখে নিতাম -
আরও কয়েকবার।

এখন ঘুমিয়ে তুমি,
এমন বেঘোর ঘুম, উঠোনা
ডাকি যতোবার।

এই যে এমন ঘুম -
প্রতিদিন হয় না সবার।
যতো ডাকি,
জানি জেগে উঠবে না আর।

তারপরও মনে হয় -
কেমন চুপ করে গেলে!
আমিও দাঁড়িয়ে চুপ,
জানি কথা বলবে না আর।

তারপরও কি যেন বলতে চাই,
মনে হয় কি যেন বলা হয় নাই।
জীবনের এতোদুর গড়িয়ে
যদিও এখন আর,
বলার,
কোন মানে নাই।

যে ইথারে কথা বয়ে নিয়ে যায়,
রুহের জগতে পৌঁছায় -
তার সাধ্যে নাই।

তারপরও মনে হয়,
দাঁড়িয়ে তোমার পাশে
কি যেনো বলা হয় নাই।
কি করে ভুলে গেলাম?
ইয়া- সীন পড়া হয় নাই!

তথাপি সালাম যায় বহুদূর -
আলমে বারযাখ।
ইয়া- সীন, ফাতেহা পাঠ চলুক,
তোমার রু-হে পৌঁছাক।

Read on Twitter

Popular posts from this blog

জুলাই কাহা-নি

অত্রাঞ্চলে আমি-ই রাষ্ট্র্য, আমি-ই তার পতি

The Case for Rohingyas