সেকুলার চিন্তা ও চিন্তক
আওমী বিরোধীতার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে নিজেকে বর্তমানে বিএনপির বুদ্ধিজীবি হিসেবে প্রতিষ্ঠা করা ডা. জাহেদ জামায়াতে ইসলামীর একজন নেতার সাথে আলোচনা কালে দাবী করেছেন যে তিনি সেই যে কখন ছাত্র ইউনিয়ন করা ছেড়েছেন এরপর তিনি আর কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নাই। কিন্তু আমার স্পষ্ট মনে আছে জুলাই'২৪ পরবর্তী কোন এক আলোচনায় মানুষ মাত্রই যে পক্ষপাতদুষ্ট এটা প্রতিষ্ঠিত করতে যেতে উনি বলেছিলেন তিনি নিজেও একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত। বাংলাদেশে বামঘরানার সেকুলার বুদ্ধিজীবিদের মধ্যে তিনজনকে বিশেষ কেস স্টাডি ধরে ইসলামী মানসের দৃষ্টি থেকে বিশ্লেষণ করা প্রয়োজন। যদিও তিনজন একই শ্রেনীর বা ধরনের নন। ১. ডা. জাহেদুর রহমান ২. মাহমুদুর রহমান মান্না ৩. পিনাকী ভট্টাচার্য এবং সেই সূত্রে বৃহত্তর পরিসরে সেকুলার চিন্তা ও চিন্তকদের চিন্তাপ্রক্রিয়া ও কর্মপরিণতির চিত্রাকংনের মাধ্যমে এর বিভ্রান্তিপূর্ণ মানসিক প্রক্রিয়ার ফলস্বরুপ-ই যে তা বারংবার মানব বিধ্বংসী পরিণতি ডেকে আনে তা প্রতিষ্ঠার প্রচেষ্টা করা হবে। ডা. জাহেদ নিজেকে বুদ্ধিজীবি হিসেবে প্রতিষ্ঠা করানোর প্রবণতা সম্পন্ন একজন আঁতেল বিশেষ। মোটাদাগে নিরীহ প্রকৃতির। ...